বুড়িগঙ্গার আদি চ্যানেল দখল ও দূষণে বিলীন হওয়ার পথে(ভিডিও)
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ০৫:৩৬ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ রবিবার
দখল ও দূষণে বিলীন হওয়ার পথে বুড়িগঙ্গার আদি চ্যানেল। এক সময়ের বহমান বুড়িগঙ্গার এই শাখা নদীতে এখন পানির প্রবাহ নেই; পরিণত হয়েছে ময়লা ফেলার ভাগাড়ে। দখলের দৌরাত্ম থামানোর দাবি জানিয়েছে নদীপাড়ের মানুষ ও পরিবেশবাদীরা। আরো জানাচ্ছেন মুহাম্মদ নূরন নবী।
আদি বুড়িগঙ্গা নদীর চিত্র এখন এমনই। পুরান ঢাকা ও কামরাঙ্গীর চরের মানুষের ফেলা ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে এটি।
ভরাট হয়ে যাওয়ায় বিলীন হতে চলেছে নদীর অস্তিত্ব। লোহার সেতু এলাকা থেকে পশ্চিম রসুলপুরের হাজির ঘাট পর্যন্ত একই চিত্র।
মানুষ্য সৃষ্ট জঞ্জালে ভরা বর্ষায়ও আদি বুড়িগঙ্গা ফিরে পায় না হারানো যৌবন। পণ্যবাহী বড় বড় নৌযান চলার গল্প প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে ক্রমেই ঠাঁই নিচ্ছে স্মৃতির মনিকোঠায়।
আর এক সময়ের বহমান নদীর বুকে গড়ে উঠেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক ভবন, ধর্মীয় প্রতিষ্ঠান ও কলকারখানা।
দখলের উৎসব এখনও থামেনি। ভাঙ্গা ইট-সুরকি দিয়ে ভরে ফেলা হচ্ছে, বুড়িগঙ্গার আদি চ্যানেল।
বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।
সম্প্রতি একনেকের বৈঠকে রাজধানীর ৫টি জলাধার পূণঃখননের একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আদি বুড়িগঙ্গা চ্যানেল বাঁচানোর দাবি পরিবেশবাদীদের।