ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

গাজীপুরের কোনাবাড়ির ৬ ওয়ার্ডের বেহাল অবস্থা (ভিডিও)

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ রবিবার

গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তভুক্ত কোনাবাড়ি এলাকার ৬টি ওয়ার্ডের বেহাল অবস্থা। যান চলাচলের অনুপযোগী রাস্তাঘাট। বিভিন্ন স্পটে অবাধে চলে মাদক বেচাকেনা। শিল্প কারখানার দূষিত বর্জে অতিষ্ঠ বাসিন্দারা। এদিকে, এখনো অবহেলিত গ্রামের চেহারায় সিটির ৫২ নম্বর ওয়ার্ড। এসব এলাকার সমস্যা দুর করে নাগরিক সেবা বৃদ্ধির প্রত্যাশা ভোটারদের।

গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের সময় অর্ন্তভূক্ত হয় সাবেক কোনাবাড়ি ইউনিয়ন। এটি ভেঙ্গে এখন হয়েছে নগরীর ৬টি ওয়ার্ড। ৭ থেকে ১২, এই ছটি ওয়ার্ডের ভোটারের সংখ্যা ১ লাখ ৬ হাজারের মতো।

এলাকায় ছোটবড় অসংখ্য শিল্প কারখানা । শ্রমিক অধ্যুষিত এই এলাকায় রাস্তাঘাটের অবস্থা একেবারেই নাজুক।

এছাড়া বিভিন্ন জায়গায় অবাধে চলে মাদক বেচাকেনা। প্রশাসনকে জানিয়েও প্রতিকার পাননি বাসিন্দারা।

এছাড়া ইট ভাটার কালো ধোঁয়া ও শিল্প কারখানার দূষিত বর্জে এলাকাবাসী অতিষ্ঠ।

অপরদিকে, গাজীপুর সিটির ৫২নং ওয়ার্ডটি সবচেয়ে অবহেলিত। এখানকার ভোটার সংখ্যা ১২ হাজার ১২৮ জন। ৮টি গ্রাম ও মহল্লা নিয়ে এ ওয়ার্ডটিতে আজো উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি।

আট গ্রামের সংযোগ গড়ে তোলা একমাত্র রাস্তাটিও জরাজীর্ন।

সিটি কর্পোরেশন হওয়ার পাচ বছর পরও রয়ে গেছে কাচা রাস্তা।

আগামী নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন, সেটাই প্রত্যাশা ভোটারদের।