ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

মিয়ানমারের সীমান্ত দিয়ে অবাধে আসছে গবাদি পশু (ভিডিও)

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ রবিবার

মিয়ানমারের সীমান্ত দিয়ে অবাধে আসছে গবাদি পশু। তবে ব্যাপকহারে পশু আসলেও অন্যান্য সময়ের চেয়ে দাম বেশী। স্থানীয় ক্রেতা-বিক্রেতারা বলছেন, ভারত থেকে গবাদি পশু আসা বন্ধ থাকায় এই সুযোগ নিচ্ছে মিয়ানমারের ব্যবসায়ীরা।

প্রতিদিন টেকনাফের শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসছে শত শত গরু-মহিষ।

কিছুদিন ধরে মিয়ানমার থেকে প্রচুর গবাদি পশু আসলেও দাম আকাশচুম্বী বলে জানালেন স্থানীয় ক্রেতা-বিক্রেতারা।

ভারত থেকে পশু আমদানি বন্ধ থাকায় এই সুযোগ নিচ্ছে মিয়ানমার। তবে ব্যবসায়ীরা ঠিকমতো ট্যাক্স দেয়ায় রাজস্ব আদায় ভালো হচ্ছে বলে জানালেন স্থলবন্দরের কর্মকর্তা।

এদিকে কক্সবাজার জেলা প্রশাসক বলছেন, রোহিঙ্গা ইস্যুর সাথে গবাদি পশু বানিজ্যের সম্পর্ক নেই।

রোহিঙ্গা সংকট শুরুর পর ২ মাস বন্ধ থাকলেও সীমান্তে আবার রমরমা হয়ে উঠেছে গবাদি পশু বানিজ্য।