দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটোতে অজ্ঞাত রোগ (ভিডিও)
প্রকাশিত : ১০:১৫ এএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১১:৫২ এএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার
দিনাজপুরে অজ্ঞাত রেগে মারা যাচ্ছে টমেটো গাছ। শত শত গাছ মরে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, বাড়িতে তৈরি ব্যাকটেরিয়াযুক্ত বীজ বপনের কারণেই আক্রান্ত হচ্ছে টমেটো ক্ষেত। এ অবস্থায় হাইব্রিড জাতের বীজ ব্যবহারের পরামর্শ তাদের।
উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয় দিনাজপুরে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ বিভিন্ন বাজারে যায় এখানকার টমেটো। প্রতিদিন এসব বাজারে এক থেকে দেড় কোটি টাকার বেচাকেনা হয়।
তবে এবছর ভরা মৌসুমে কৃষকের মুখে হাসি নেই। পাকার আগেই ক্ষেতে দেখা দিয়েছে অজ্ঞাত রোগ। হঠাৎ করেই মরে যাচ্ছে গাছ। বালাইনাশকেও ফল মিলছে না। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
বাড়িতে নিজেদের তৈরি বীজে ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকার কারণেই টমেটো ক্ষেতে মড়কের কারণ বলে জানিয়েছে কৃষি বিভাগ। এরইমধ্যে লিফলেট বিতরণ ও সমাবেশ করে কৃষকদের সচেতন করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
এর আগে ২০১৬ সালেও একই রোগের প্রার্দূভাব দেখা দিয়েছিল। সে সময় নির্দিষ্ট ব্যবস্থাপত্র না পাওয়ায় বালাই নির্মুল হয়নি বলে দাবি করেছেন কৃষক।
/ এআর /