রোহিঙ্গা পরিবার ফিরে যাওয়া মিয়ানমারের প্রহসন (ভিডিও)
প্রকাশিত : ১০:৩৯ এএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১১:৪১ এএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার
জাতিসংঘকে উপেক্ষা করে ৫ সদসের এক রোহিঙ্গা পরিবার ফিরে যাওয়াকে মিয়ানমারের প্রহসন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সংকট আরো বাড়াবে বলেও মনে করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের কুটনৈতিক উদ্যোগে কাছে পেরে উঠতে না পেরে নেপিডো নাটক করছে।
দুই বছরে সব রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ঘোষনা দিয়ে জানুয়ারিতে ঢাকা-নেপিদো চুক্তি সই হয়। চুক্তি বাস্তবায়নে দুটি অভ্যর্থনা কেন্দ্র স্থাপন করার কথা থাকলেও তা এখনও করেনি মিয়ানমার। চুক্তি নিয়ে করছে টালবাহানা।
এমন অবস্থায় একটিমাত্র রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নেয়াকে প্রহসন বলে মনে করছেন সাবেক ক’টনীতিক ডক্টর আব্দুল মোমেন।
জাতিসংঘ নির্ধারিত শর্তাবলী পূরণ না করে একটি পরিবারের নাটকীয় প্রত্যাবাসন মিয়ানমারের ক’টচাল বলেই মনে করছে এই বিশ্লেষক।