ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ভ্যাট আইন প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশিত : ০৩:০২ পিএম, ৩০ মে ২০১৬ সোমবার | আপডেট: ০৩:০২ পিএম, ৩০ মে ২০১৬ সোমবার

নতুন ভ্যাট আইন প্রত্যাহার এবং প্যাকেজ ভ্যাট পুনবর্হালের দাবিতে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছে রাজধানীর ব্যবসায়ীরা। মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, নতুন হারে ভ্যাট আরোপ করা হলে ব্যবসা বানিজ্য স্থবির হয়ে পড়বে। ক্ষুদ্র ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যাবে বলেও জানান তারা। তারা আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবে। বাস্তবায়ন হতে যাওয়া অনলাইন ভ্যাট সিস্টেমের বিভিন্ন সুবিধার কথা বললেও বাস্তবে তা, নয় বলে জানান ব্যবসায়ীরা।