সাবিনাকে আবারো চায় ভারতের ক্লাব
প্রকাশিত : ১০:৪৬ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১১:৪৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার
বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন প্রথমবারের মতো ভারতের উইমেন্স লিগে খেলতে গিয়ে মাঠ মাতিয়ে এসেছেন। তার কৃতিত্বে তামিলনাড়ু সিথু এফসি সেমিফাইনালে উঠে।
সিথু এফসির হয়ে ৭ ম্যাচে ১১ গোলের মধ্যে ৭টিই করেছেন তিনি। এর ফলে আগামী মৌসুমের জন্য সাবিনাকে আগাম বুকিং দিয়ে রেখেছে এ ক্লাবটি।
দেশে ফিরে সাবিনা বলেন, `আমি সাবিনা সব সময় টাকার জন্য খেলি না। বিদেশে খেলতে গেলে দেশের সম্মান বাড়ে, সঙ্গে আমার সম্মানও বাড়ে। তাই খেলি। এ ছাড়া ভালো করতে পারলে ভবিষ্যতে আমাদের চাহিদা বাড়বে। সে চিন্তাও করি।
এসময় তিনি সংবাদমাধ্যমে মেয়েদের ঘরোয়া লিগের দাবি তোলেন। এ কথা সত্য যে, মেয়ে ফুটবলাররা একের পর এক আন্তর্জাতিক সাফল্য এনে দিলেও তাদের জন্য কোনো ঘরোয়া লিগের আয়োজন করছেনা বাফুফে। ঘরোয়া লিগ হলে ফুটবলারদের আয়েরও একটা ব্যাপার থাকে।
এমএইচ/