ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৩০ মে ২০১৬ সোমবার | আপডেট: ০৩:০৬ পিএম, ৩০ মে ২০১৬ সোমবার

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীরা। জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার করেন নেতাকর্মীরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির ভাঙ্গার ষড়যন্ত্র কখনই সফল হবে না। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল থেকেই তার মাজারে আসতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লোকে লোকারণ্য হয়ে যায় মাজার প্রাঙ্গন। সোমবার সকাল ১১টার কিছু পরে সিনিয়র নেতাদের সাথে নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা জানান খালেদা জিয়া। প্রিয় নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তারা। ওলামা দলের দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে শরিক হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র এখনো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ষড়যন্ত্র কখনই সফল হবে না। পরে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থ ও গরীবদের মাঝে খাবার বিতরন কর্মসূচিতে অংশ নেন খালেদা জিয়া। মঙ্গলবার ও বুধবারও রাজধানীর বিভিন্ন স্থানে খাবার বিতরন করবেন তিনি।