সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার
দুমায় পৌঁছেছে পর্যবেক্ষক দল
প্রকাশিত : ১০:৫১ পিএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই সিরিয়ার দুমায় পৌঁছেছেন আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষকরা। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দুমার যে এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে, পর্যবেক্ষকরা ইতোমধ্যে এলাকাটিতে পৌঁছেছেন।
আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা সংগঠন (ওপিসিডব্লিউ)’র পর্যবেক্ষকরা এর আগে রাশিয়া ও সিরিয়ার বাধার মুখে পড়েন বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।
গত সপ্তাহে সিরিয়ার সরকারি বাহিনী দেশটির দুমাতে ‘রাসায়নিক’ হামলা চালালে বেশ কয়েকজন নিহত হন। ওই হামলার পরপরই গত শনিবার যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য আসাদ বাহিনীকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে। একদিনে হামলায় আসাদ সরকারের অন্তত তিনটি রাসায়নিক অস্ত্রাগার গুড়িয়ে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে সিরিয়ার উপর হামলার ঘটনায় ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের কথা মাথায় রেখে দেশটি সিরিয়ায় হামলা চালিয়েছে। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় দাবি করেছে, রাশিয়ার সহায়তায় সিরীয় বাহিনী ইতোমধ্যে সেখান থেকে প্রমাণ সরিয়ে নিয়েছে। তবে রাশিয়া বলছে, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের আক্রমণের যে ভিডিও দেখানো হচ্ছে, তা বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার ভিডিও। ওই হামলায় সিরীয় সরকার বা রাশিয়া জড়িত নয়।
সূত্র: গার্ডিয়ান
এমজে/