ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ইংল্যান্ডের দেয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলংকা

প্রকাশিত : ০৩:০১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৬ রবিবার | আপডেট: ০৩:০১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৬ রবিবার

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের দেয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলংকা। শেষ খবরে লংকানদের সংগ্রহ বিনা উইওেকটে ৫১ রান। লো স্কোর তারা করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকে লংকান দুই ওপেনার বান্দারা ও ফারনান্ডো। মাত্র ৭ দশমিক ৫ ওভারেই অর্ধশতক পূর্ণ করেন তারা। বান্দারা কিছুটা দেখে-শুনে খেললেও ফারনান্ডো মারমুখি ব্যাটিং করেছেন। এরআগে লংকানদের টাইট বোলিংয়ে মাত্র ১৮৪ রানে অল আউট হয় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বচ্চো ৪২ রান করেন টেইলর। এছাড়া বার্টলেট ও কারেন ২৫ রান করে করেন।