মালয়েশিয়ান ব্যাডমিন্টন খেলোয়াড় গো’র জন্মদিন আজ
প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ৩০ মে ২০১৬ সোমবার | আপডেট: ০৪:৫৩ পিএম, ৩০ মে ২০১৬ সোমবার
গো লিউ ইং মালয়েশিয়ান পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়। মিক্স ডাবলে চেন পেং সুনকে নিয়ে খেলেন। এ ইভেন্টে বর্তমানে বিশ্বের তিন নম্বর খেলোয়াড় গো লিউ। ১৯৮৯ সালের আজকের দিনে জন্ম গ্রহণ করেন এ তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়।
পুরো নাম গো লিউ ইং। তবে পরিবারের সবার কাছে গো নামেই বেশী পরিচিত এ মালয়েশিয়ান তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়। ৫ ফিট ৫ ইঞ্চি লম্বা গো খেলেন ডান হাতে। ১৯৮৯ সালের ৩০শে মে মালয়েশিয়ার মালাকায় জন্ম গ্রহণ করেন এ তারকা।
সুস্থ্য হওয়ার পর ২০১৫ সালে চেনকে জুটি করে আবার নতুন করে খেলা শুরু করেন গো লিউ ইং। তার খেলায় শৈল্পিক নৈপূণ্য দিয়ে এরই মধ্যে তৈরী করেছেন হাজারো ভক্ত সমর্থক।
২০১০ সালে নিউ দিল্লিতে এশিয়ান চ্যাম্পিয়নশীপের মিক্স ডাবলসে স্বর্ণ জেতেন গো লিউ। একই বছর নিউ দিল্লিতে কমনওয়েলথ গেমসেও স্বর্ণ জেতেন এ মালয়েশিয়ান।
২০০৯ সালে ভিয়েনতিয়েনে সাউথইস্ট এশিয়ান গেমসে ওমেন্স টিমে স্বর্ণ জেতেন গো লিউ। একই প্রতিযোগিতায় মিক্স ডাবলসে তামা জেতেন তিনি। এরপর ইনজুরির জন্য বেশ কিছুদিন খেলার বাইরে ছিলেন গো লিউ।
২০১৪ সালে গোর দুই হাটুতে অস্ত্রপচার করা হয়। পুরোপুরি ফিট হতে ১১ মাস সময় লাগে গোর। ২০১৫ সালে খেলায় ফিরেই সিংগাপুরে মিক্সডাবলসে রৌপ্য জিতেন এ তারকা।
এছাড়া নিউজিল্যান্ড ওপেন, রাশিয়া ওপেন, মেক্সিকো ওপেন, পোলিশ ওপেন,জাপান ওপেন ও মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টনসহ জিতেছেন নানা পুরস্কার।