ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

গোপন বৈঠকে উ. কোরিয়ায় সিআইএর পরিচালক

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক মাইক পম্পেও এক গোপন বৈঠকের জন্য উত্তর কোরিয়ায় গেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

যুক্তরাষ্ট্রের সরকারি এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে আলোচনায় বসার আগে এই প্রস্তুতি বৈঠক করা হচ্ছে। এই শক্তিশালী দুই দেশের নেতার সঙ্গে আলোচনাটি ইস্টারের ছুটির দিনে হবে বলে জানানো হয়েছে।

তবে ওই গোপন বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি সংবাদ মাধ্যমগুলো। তবে এই উচ্চপর্যায়ের আলোচনা সভার খবরটি নিশ্চিত করেছেন মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের দুই কর্মকর্তা।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার উচ্চপর্যায়ে দুই দেশের সাক্ষাতের ব্যাপারে আলোচনা করা হয়েছে। কিম জং উনের সঙ্গে সাক্ষাতের জন্য পাঁচটি স্থান প্রস্তাবও করা হয়। এ ছাড়া উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনাকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প।

জানা গেছে, গত এপ্রিল মাসে ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য সম্মতি দেন। এই আলোচনার স্থান হিসেবে পর্যবেক্ষকরা উত্তর ও দক্ষিণ কোরিয়ার বেসামরিক অঞ্চল, বেইজিং, এশিয়ার কোনও দেশ, ইউরোপে কোনও দেশের কথা ভাবছেন। এ ছাড়া আন্তর্জাতিক সীমানায় কোনও জাহাজে এই আলোচনা হতে পারে বলেও জানিয়েছেন পর্যবেক্ষকরা। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। তবে এর আগে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ হয়েছে।

তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট।

একে// এসএইচ/