ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ভারতে কেন্দ্রীয় অস্ত্রাগারে আগুন লেগে নিহত কমপক্ষে ১৭

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৩১ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৫ পিএম, ৩১ মে ২০১৬ মঙ্গলবার

ভারতের মহারাষ্ট্রের পুলগাঁওয়ে কেন্দ্রীয় অস্ত্রাগারে আগুন লেগে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১৯ জন। কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত দেড়টা থেকে ২টার দিকে হঠাৎ করে ওই অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটে। এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। নিহতের মধ্যে সেনাবাহিনীর দুই কর্মকর্তা রয়েছে। বাকিরা সবাই ডিএসসি জওয়ান। বিপুল পরিমান গোলাবারুদের মজুদ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানান দমকল কর্মীরা। এদিকে আগুনের তীব্রতার কারণে পাশের গ্রাম থেকে এক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। আগুন লাগার কারন জানা যায়নি। তবে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশের একটি বিশেষ দল।