ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বরগুনায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ (ভিডিও)

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ০৫:৩১ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার

গরম বাড়ার সাথে সাথে বরগুনায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহে সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪৮ জন । হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

বরগুনা সদর হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগী। তাদের অধিকাংশই নারী ও শিশু।

ওয়ার্ডগুলোতে রোগীদের স্থান সংকুলান না হওয়ায় অনেকে মেঝে ও বারান্দায় শয্যা পেতে চিকিৎসা নিচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা।

পরিস্থিতির জন্য অতিরিক্ত গরম ও বিশুদ্ধ পানির অভাবকেই দায়ী করছেন, সিভিল সার্জন।

ডায়রিয়া প্রতিরোধে নিরাপদ পানি ব্যবহার এবং আক্রান্তদের পর্যাপ্ত স্যালাইন খাওয়ার পরামর্শ চিকিৎসকদের।