ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধে শাদের সাবেক প্রেসিডেন্ট হিসেন হাবরেকে যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত : ১১:১৯ এএম, ৩১ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:১৯ এএম, ৩১ মে ২০১৬ মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধে উত্তর মধ্য অফ্রিকার দেশ শাদের সাবেক প্রেসিডেন্ট হিসেন হাবরেকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে সেনেগালের একটি আদালত। ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে হত্যার আদেশ এবং ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। সেনেগালের রাজধানী ডাকারে অবস্থিত আফ্রিকান ইউনিয়ন সমর্থিত বিশেষ আদালত এই রায় দিয়েছে। তবে, আপিলের জন্য ১৫ দিন সময় পাবেন যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট সাবেক এই প্রেসিডেন্ট। ক্ষমতাচ্যুত হয়ে সেনেগালে নির্বাসনে যান হাবরে। ২০০৫ সালে বেলজিয়াম তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ২০১৩ সালে সেনেগালেই তাকে গ্রেফতার করা হয়। এর আগে, ২০১৩ সালে হাবরেকে মৃত্যুদণ্ড দেয় শাদের একটি আদালত।