ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

বিসিবির চুক্তিতে নেই ইমরুল-সৌম্য-তাসকিন

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ১১:০৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। শুধু তাসকিন-সৌম্যই নন, গত বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, কামরুল ইসলাম।

গত দুদিন আগে বিসিবি পরিচালনা কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়ের সংখ্যা কমিয়ে আনা হবে এবার।

বুধবার বিসিবি পরিচালনা পর্ষদের সভাশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে জানান, `আগের চুক্তি থেকে রাখা হয়েছে ১০ জনকে। এর সঙ্গে যোগ হবেন তিন তরুণ খেলোয়াড়। কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন মোট ১৩ ক্রিকেটার। গত বছর ছিল ১৬।

বিসিবির নতুন চুক্তিতে রয়েছেন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ,তাইজুল ইসলাম, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

তবে তাসকিন, সৌম্য, কামরুল, মোসাদ্দেক, ইমরুলদের বাদ পড়ার ব্যাখ্যা হিসেবে জালাল ইউনুস বললেন, ‘এটা নির্বাচকেরা মনে করছেন, ‘এই খেলোয়াড়দের পারফরম্যান্স বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রাখার জন্যে যথেষ্ট নয়।’

দুদিন আগে বিসিবি পরিচালনা কমিটির প্রধান ইঙ্গিত দিয়েছিলেন, এবার কিছুটা হলেও বেতন বাড়তে পারে এবার। তবে বিসিবি সভাপতি আজ সভা শেষে জানিয়েছেন, খেলোয়াড়দের বেতন বাড়ানো হচ্ছে না। চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা কে কোন ক্যাটাগরিতে পড়ছেন, সেটি অবশ্য এখনও নির্ধারিত হয়নি। আর নতুন কোন কোন খেলোয়াড় চুক্তিতে আসছেন সেটা এখনও  ঠিক হয়নি।

কেআই/টিকে