ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

আগাম নির্বাচনের ঘোষণা এরদোগানের

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ০৯:৫৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার

তুরস্কে বিরোধীদলের দাবির প্রেক্ষিতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। আগামী ২৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। এ ঘোষণার মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের এক বছরেরও বেশি আগে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এরদোগান বলেন, দেশটির বিরোধী দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) প্রধান ডেভলেত বাচেলির প্রস্তাব অনুসারে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক কিছু পরিবর্তন আসবে বলেও ঘোষণা করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, পুরনো পদ্ধতির শাসন ব্যবস্থা ছিল দূর্বল। তবে আগামী নির্বাচনের পর সরকার ও প্রেসিডেন্ট একসঙ্গে কাজ করবে।

এর আগে ২০১৯ সালের নভেম্বরে ওই নির্বাচন হওয়ার কথা ছিল। এ নির্বাচনের পর দেশটির শাসন ব্যবস্থায় প্রেসিডেন্টের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

এমজে/