দৃশ্যমান হতে শুরু করেছে মেট্রোরেল ( ভিডিও )
প্রকাশিত : ১১:০৯ এএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
দৃশ্যমান হতে শুরু করেছে বহুল প্রত্যাশিত মেট্রোরেল। চলছে ভায়াডাক্ট বা স্প্যান বসানোর কাজ। উত্তরা দিয়াবাড়ি’র পর, চলতি মাসে-ই আগারগাঁওয়ে আরো একটি স্প্যান বসানো হবে। এরপর, দুই দিক থেকে খুঁটি নির্মাণ ও স্প্যান বসানোর কাজ এগিয়ে নেয়া হবে। ২০১৯ সালের ডিসেম্বরে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, প্রথম পর্যায়ে মেট্রোরেল চালুর লক্ষ্য দিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। জানাচ্ছেন, মুহাম্মদ নূরন নবী। দুই পর্বের ধরাবাহিকের প্রথম পর্ব আজ।
এমআরটি লাইন-সিক্স- দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প।
দিন কিংবা রাতে সমান তালে চলছে এই বিশাল কর্মযজ্ঞ।
কাজের অগ্রগতির পরিসংখ্যান বলছে, প্রকল্পের প্রথম পর্বে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি টেস্ট পাইলের ৯টিরই নির্মাণ কাজ শেষ। চেক বোরিং ৩শ’ ৮৩টির মধ্যে ৩শ’ ৬৯টি; বাণিজ্যিক পাইল দুই হাজার ৩শ’ ৭৮টির মধ্যে ৮শ’ ৩০টি শেষ হয়েছে।
প্রকল্প এলাকার দিয়াবাড়ি অংশে এরিমধ্যে, একটি ভায়াডাক্ট বা স্প্যানের অবয়ব দাঁড়িয়ে গেছে।
অন্যদিকে, এ’ মাসেই আগারগাঁও অংশে জেগে উঠছে, আরো দুটি মূল পিলার। তখন, সেখানেও ভায়াডাক্ট দৃশ্যমান হবে।
দুই প্রান্ত থেকে নির্মাণ কাজ এগিয়ে নিয়ে, ২০১৯ এর জুনের মধ্যেই প্রাথমিক কাজ শেষ করার পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের।
জাপানের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিৎসুবিশি ট্রেন নির্মাণের ডিজাইন চূড়ান্ত করেছে। আর, ২০১৯ সালের ডিসেম্বরেই, প্রাথমিকভাবে ৬ সেট বগি দিয়ে, মেট্রোরেল সেবা চালুর পরিকল্পনা রয়েছে।