আজ রাত ১২টায় শেষ হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতির সিম নিবন্ধন
প্রকাশিত : ১১:৫৯ এএম, ৩১ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:৫৯ এএম, ৩১ মে ২০১৬ মঙ্গলবার
এক মাস সময় বাড়ানোর পর, আজ রাত ১২টায় শেষ হচ্ছে বায়োমেট্রিক বা আঙ্গুলের ছাপ পদ্ধতির সিম বা রিম পুণঃনিবন্ধন প্রক্রিয়া।
এই সময় আর বাড়ানো হবে না বলে, সিদ্ধান্ত টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের। শেষ দিনে, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বয়োজষ্ঠ্যদের সিম নিবন্ধনে অগ্রাধিকার দেয়া হচ্ছে। যারা নিবন্ধনে আওতায় আসতে ব্যার্থ হবেন তাদের মোবাইল সংযোগটি কোন ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়া হবে। অবশ্য, এক্ষেত্রে দুই মাসের মধ্যে গ্রাহকরা সংযোগটি রেজিস্ট্রেশন সাপেক্ষে কেনার সুযোগ পাবেন; আর প্রবাসীদের এই সুযোগ থাকছে ১৮ মাস পর্যন্ত। অনাকাংক্ষিত পরিস্থিতি এড়াতে, সকলকে নিবন্ধনের আওতায় আসার অনুরোধ জানানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।