প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে ইসি
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন বিভাগ থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনকে চিঠি দিয়েছে। কমিশনও এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন আয়োজিত সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন ।
প্রবাসীরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে উল্লেখ করে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটাধিকার প্রয়োগসংক্রান্ত এক সেমিনারে বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র না থাকায় নানা হয়রানির শিকার হচ্ছেন তারা। দ্রুততার সাথে তাদের পরিচয়পত্র প্রদানের পাশাপাশি ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
সেমিনারে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী, কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।
উল্লেখ্য যে, এর আগে প্রবাসীদের ভোটাধিকার দিতে ২০০৮ সালে পোস্টাল ভোট চালু হলেও তা কার্যকর করা যায়নি।
এমএইচ/ এআর