ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৫ ১৪৩১

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত : ০৬:১২ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

কমনওয়েলথ সরকার প্রধানদের ২৫তম শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৩টি সদস্য দেশের সরকার রাষ্ট্র প্রধানরা অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার বৃটেনের স্থানীয় সময় সকাল ১০টায় রানীর বাসভবন বাকিংহাম প্যালেসে এটির উদ্বোধন ঘোষণা করেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

প্রতি দুই বছর পর পর কমনওয়েলথের সরকার প্রধানদের সভা অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘টুয়ার্ডস এ কমন ফিউচার’।

দুই দিনের এ সম্মেলনে সদস্য দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা সমুদ্র সংরক্ষণ, সাইবার নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সকাল থেকেই বাকিংহাম প্যালেসের বলরুমে বিভিন্ন দেশের প্রধানরা আসতে শুরু করেন। সম্মেলনে রানী প্রবেশ করেন রাজ পরিবারের সদস্যদের নিয়ে।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন প্রিন্স চার্লস। এরপর সম্মেলনের আয়োজক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে, কমনওয়েলথের বিদায়ী চেয়ারম্যান মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট বক্তব্য রাখেন। সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্টকল্যান্ড।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘টুয়ার্ডস এ কমন ফিউচার’র ওপর দুটি সেশনে অংশগ্রহণ এবং কমনওয়েলথ মহাসচিবের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বিকেলে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বি-পাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

আর