ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৫ ১৪৩১

উত্তাল ভারতে এবার ৬ বছরের শিশু ধর্ষণ!

প্রকাশিত : ১০:২৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৮ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

শিশু আসিফা ধর্ষণের জেরে  এরইমধ্যে উত্তাল হয়ে উঠেছে ভারত। কাশ্মীরের শিশু আসিফা বানু ধর্ষণ ও হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও দেশটিতে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছেন। ভারতের লখনৌতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান দেখতে বাড়ির বাইরে বেরিয়েছিল ওই শিশু। এলাকাটি লখনৌয়ের চিলিহিয়া পুলিশ স্টেশনের কাছাকাছি। শিশুটিকে একা পেয়ে তাকে ধর্ষণ করে স্থানীয় এক ব্যক্তি।

ভারতের কাশ্মীর, সেভেন সিস্টারসসহ দেশটির বেশ কয়েকটি রাজ্য ধর্ষণের নরকরাজ্য হয়ে উঠেছে। বিশেষ করে লখনৌ এখন শিশুদের আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। গত দুইদিন আগে খনৌতে আট বছরের আরেক কন্যাশিশুকে ধর্ষণ করে খুন করে দুর্বৃত্তরা।

ভারতে নির্ভয়াকাণ্ড এখনো ভুলেনি মানুষ। আসিফাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তপ্ত ভারত। আসিফা হত্যার বিচার দাবিতে ভারতজুড়ে চলছে আন্দোলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বলিউড বাদশা শাহরুখ খান, সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন মুখ খুলেছেন ধর্ষণের বিরুদ্ধে।


এমজে/