মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০১:২৫ পিএম, ১ জুন ২০১৬ বুধবার | আপডেট: ০১:২৬ পিএম, ১ জুন ২০১৬ বুধবার
ক্রিকেটের বিস্ময়বালক কাটার মাস্টার মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, মুস্তাফিজ জাতীয় বীর, আমাদের সম্পদ। তাই তার ব্যাপারে যত্ববান হতে হবে। মঙ্গলবার সকালে একনেক সভায় মুস্তাফিজের বিরল কীর্তির ভিডিও দেখে এমনটাই মন্তব্য করেন তিনি।
ক্রিকেট বিশ্বে এখন যে নামটি নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি চলছে, সেটি আর কেউ নয়, বাংলাদেশী বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-আইপিএলে সবার ভালোবাসায় যে নামটি হয়ে গেছে ’দ্যা ফিজ’। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন যে বিস্ময় দিয়ে, সেটিকে আরো আলোকিত করলেন তিনি আইপিএলে।
লীগের অখ্যাত দল সানরাইজার্স হাইদ্রাবাদকে টুর্ণামেন্ট সেরা করতে ’দ্যা ফিজ’ সূর্যটিই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তা আর বলার অপেক্ষা রাখেনা। টূর্নামেন্টের সবচেয়ে আলোচিত ও প্রশংসিত এ ফাস্টবোলার বাংলাদেশের ক্রিকেট ইমেজকেও আলোকিত করেছেন। তাই তার প্রশংসা গোটা দেশবাসীর মুখে। বাদ দেননি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিলেন জাতীয় বীরের মর্যাদা।
মঙ্গলবার একনেক সভায়ও ”আইপিএলের সেরা উদীয়মান তারকা’ মুস্তাফিজকে নিয়েই আলোচনা শুরু। সভাকক্ষেই বিশেষ ব্যবস্থায় দেখলেন ক্রিকইনফোর আইপিএল সেরা একাদশে স্থান করে নেয়া এই বিস্ময়বালকের কীর্তি।
এসময় তিনি বলেন, সে দেশের গর্ব, সম্পদ। তাই তাকে যতœ করে আগলে রাখতে হবে। দেশের সম্পদ যাতে অংকুরেই বিনষ্ট না হয়, ইনজুরিতে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।
নিজের সব অস্ত্র অন্যদেশের খেলোয়াড়দের সামনে এত তাড়াতাড়ি উন্মোচন না করে, দেশের জন্য দীর্ঘদিন তা সংরক্ষণ করে রাখার আহবানও জানান তিনি।