অনুষ্কার জন্মদিনের জন্য বিরাটের প্ল্যান
প্রকাশিত : ১০:২৫ পিএম, ২০ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:২৭ পিএম, ২০ এপ্রিল ২০১৮ শুক্রবার
আসছে অনুষ্কার জন্মদিন। বিয়ের পর এটি তার প্রথম জন্মদিন। আর তা স্পেশাল তো হবেই। অনুষ্কা শর্মার কাছেও তার এ বছরের জন্মদিন খুব স্পেশাল। আগামী ১ মে নায়িকার জন্মদিন। সে কারণে ইতিমধ্যেই নাকি প্রচুর প্ল্যান করেছেন বিরাট কোহলি।
এদিকে আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি। অন্যদিকে‘সুই ধাগা’ এবং ‘জিরো’ ছবির কাজ নিয়ে ব্যস্ত অনুষ্কাও। তবে শোনা যাচ্ছে তার মধ্যেই নাকি ছোট্ট বিরতি নেবেন দুই তারকা। বেঙ্গালুরুতে নাকি অনুষ্কার জন্মদিন সেলিব্রেট করার প্ল্যান করেছেন বিরাট।
শোনা যাচ্ছে, বিরাটের পরিবারের সদস্যরা দিল্লি থেকে বেঙ্গালুরু যাবেন সে সময়। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ডিনারে যাবেন দম্পতি। তাদের ঘনিষ্ঠ এক বন্ধু সাংবাদিকদের জানান,‘‘ব্যস্ততার কারণে বিরাট-অনুষ্কার খুব কম দেখা হয়। ২৪ এপ্রিল বেঙ্গালুরু পৌঁছবেন অনুষ্কা। সেখানে এক সপ্তাহ থাকার পর ‘জিরো’ শুটিংয়ে প্রায় দেড় মাসের জন্য আমেরিকা যাবেন।’’
গত ডিসেম্বরে ইতালিতে বিয়ে করেছেন বিরাট-অনুষ্কা। তার পর সে ভাবে সেলিব্রেশনের কোনও অনুষ্ঠান ছিল না তাদের। সে কারণেই অনুষ্কার জন্মদিনের সেলিব্রেশন বড় ভাবেই হবে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।
এসি