ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

বান্দরবানে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা

প্রকাশিত : ১১:১৪ এএম, ১ জুন ২০১৬ বুধবার | আপডেট: ১১:১৪ এএম, ১ জুন ২০১৬ বুধবার

বান্দরবানে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। আগামী ৪ ই জুন ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার দুই উপজেলার ৫টি ইউনিয়নের ভোট। এরই মধ্যে কোমর বেঁধে গনসংযোগে নেমেছেন  প্রার্থীরা। পাহাড় ঘেরা বান্দরবান সদর আর আলীকদম উপজেলার ৫টি ইউনিয়ন নির্বাচনী প্রচারনায় সরগরম। শেষ দফা নির্বাচনে বান্দরবানের ৫ ইউনিয়নে ২৫ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য আসনে ১৭৪জন ও সাধারণ সদস্য পদে ৪৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরইমধ্যে নির্বাচনী এলাকাগুলো ছেয়ে গেছে প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ভোট প্রার্থনা। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী-সমর্থকেরা কোমর বেঁধে নির্বাচনে মাঠে নামলেও গণসংযোগে কিছুটা পিছিয়ে আছেন বিএনপির প্রার্থীরা। তবে সৎ আর যোগ্য প্রার্থীকেই বেছে নেয়ার কথা জানালেন ভোটাররা। অন্যদিকে নির্বিঘেœ ভোটগ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন অফিসার। পাহাড়ী এ জনপদে শন্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা বান্দরবানবাসীর।