ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার

ময়মনসিংহের ফুলপুর থানার শাহপুর এলাকায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহবুব আলম বলেন, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শাহপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক দুষ্কৃতিকারী নিহত হয়েছে। এসময় দুষ্কৃতিকারীদের গুলিতে ডিবির দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ওসি।

একে/