ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

১০০ কোটি রুপির ব্যবসা ছেড়ে সন্ন্যাস জীবন

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ০৫:৩৩ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার

১০০ কোটি রুপির ব্যবসা ছেড়ে সন্ন্যাস জীবন বেছে নিচ্ছেন ভারতের এক তরুণ। ২৪ বছর বয়সী ওই তরুণের নাম মুকেশ শেটি। মাত্র ২২ বছর বয়সে চ্যাটার্ড অ্যাকাউন্ট সম্পন্ন করেই গড়েছিলেন শত কোটি রুপির ব্যবসা।

তবে সম্প্রতি ধর্মের প্রতি একাগ্র হতেই নিজের ব্যবসা ছেড়ে সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন সুদর্শন ওই তরুণ। পৈত্তিৃক সম্পত্তি ও নিজের ব্যবসা-দুই ছেড়ে একাগ্রচিত্তে স্রষ্টাকে পেতে ঘর ছাড়ছেন তিনি।

ঘটনাটি ঘটেছে দেশটির মুম্বাই শহরে। তার নতুন নাম হবে করুনাপ্রেমবিজয় জি।সন্ন্যাস জীবনের অংশ হিসেবে তাকে আবেগীয় মানুষ ও স্থান ছাড়তে হচ্ছে।তার পরিবারের দেশটিতে অ্যালুমিনিয়ামের ব্যবসা রয়েছে।

গান্ধীনগরে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মুকেশের পরিবার দেশটির গুজরাট প্রদেশের বানসকান্থা জেলার দেশা শহরে বাস করছে। তবে তারা বর্তমানে মুম্বাইয়ে বাস করছে।

উল্লেখ্য, সম্প্রতি সুরাটে ১২ বছর বয়ষী ভেবি শাহ নামের আরেক কিশোর সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন।তার বাবারও ডায়মন্ডের ব্যবসা রয়েছে।

সূত্র: এনডিটিভি
এমজে/