আবারও শামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন হাসিন
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ০৫:৩৭ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার
ভারতের জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে তার স্ত্রী হাসিন আবারও গুরুতর অভিযোগ আনলেন। হাসিন স্বামীর বিরুদ্ধে বিদেশ অর্থ পাচারের অভিযোগ নিয়ে হাজির হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি)।
ভারতীয় একটি পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার আইনজীবীকে নিয়ে ইডির দপ্তরে গিয়েছিলেন হাসিন জাহান। সেখানে কর্মকর্তাদের কাছে তিনি শামির বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগটি পেশ করেন।
হাসিনের অভিযোগ, তার স্বামী বিদেশে অর্থ পাচার করেছেন, আর সেই কাজে শামিকে সাহায্য করেছেন তার পাকিস্তানি বান্ধবী।
এ বিষয়ে ইডির কর্মকর্তারা যেন তদন্ত শুরু করেন সেই অনুরোধ করেন হাসিন।
তবে এরই মধ্যে ইডির পক্ষ থেকে হাসিনকে বলা হয়েছে, শামির বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিতে। তারপরই তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।
স্ত্রী হাসিন জাহানের বিভিন্ন অভিযোগে জেরবার মোহাম্মদ শামি পুলিশের তলবের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে পুলিশ সদরদপ্তরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসেছেন। হাসিন জাহানের করা কয়েকটি অভিযোগে তাকে ও তার ভাইকে জেরাও করেছে পুলিশ।
অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আসা শামি স্ত্রীর করা নতুন অভিযোগ সম্পর্কে কি বলেন সেটাই এখন দেখার।
এসি