গ্রীসের ফুটবলার জিকোসের জন্মদিন আজ
প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১ জুন ২০১৬ বুধবার | আপডেট: ০৯:৪০ পিএম, ১ জুন ২০১৬ বুধবার
আকিস জিকোস গ্রীসের আন্তর্জাতিক ফুটবলার। খেলেছেন জাতীয় দল ও ক্লাব পর্যায়ে। ১৯৭৪ সালের ১ই জুন গ্রীসের রাজধানী এথেন্সে জন্মগ্রহণ করেন জিকোস।
পুরো নাম ভ্যাসিলিওস আকিস জিকোস। তবে সবার কাছে জিকোস নামেই বেশী পরিচিত এ গ্রীক ফুটবলার। ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি তার দূর্ণিবার আকর্ষন ছিল। আর অল্প সময়ে ভাল ফুটবল খেলায় পরিবার থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া হয়। প্রথমে স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় সুনামের সাথে খেলতে থাকেন জিকোস। এরপর ধীরে ধীরে পেশাদার ফুটবলে জড়িয়ে পড়েন তিনি। পেশাদার ফুটবলে তার প্রথম ক্লাব এথেন্সের স্কদা ক্লাব। ১৯৯৩ সাল থেকে তিনি টানা ছয় বছর ফুটবল খেলেন। এ ক্লাবের হয়ে তিনি খেলতেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে।
১৯৯৮ সালে এথেন্স ফুটবল ক্লাবে যোগ দেন জিকোস। এ ক্লাবের হয়ে তিনি খেলেন পাঁচ বছর। এরপর ২০০২ সালে যোগ দেন ফ্রান্সের শীর্ষ ক্লাব মোনাকোতে। মোনাকোর হয়ে মাঠ মাতিয়েছেন ৫ বছর। ২০০৬ সালে আবারো ফিরে যান নিজ দেশের পুরনো ক্লাব এথেন্স ফুটবল ক্লাবে। ২০০৮ সালে ক্লাব ফুটবল থেকে অবসর নেন তিনি।পেশাদার ক্লাবের হয়ে ৩৭২ ম্যাচে অংশ নিয়েছেন তিনি। রক্ষণভাগের খেলোয়াড় হয়েও ১২ গোল করেছেন এ কুশলী ফুটবলার।
ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলেও সমান তালে খেলেছেন জিকোস। প্রথম অনুর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয় দীর্ঘদেহী এ ফুটবলারের। অনুর্ধ্ব-২১ দলের হয়ে ৭ ম্যাচ খেলে নির্বাচকদের মন কাড়েন। এরপর ১৯৯৯ সালে মূল জাতীয় দলে ডাক পান। জাতীয় দলে ২০০১ সাল পর্যন্ত খেলে অবসওে যান তিনি। বর্তমানে এথেন্স ফুটবল ক্লাবের যুদ দলের পরিচালকের দায়িত্ব পালন করছেন জিকোস।