‘নির্বাচনকে ঘিরে অরাজকতা হলে তা কঠোরভাবে দমন’
প্রকাশিত : ১১:৩৫ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ১২:০০ এএম, ২২ এপ্রিল ২০১৮ রবিবার
২০১৮ সালের নির্বাচনকে ঘিরে কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার সবুজবাগ থানার নতুন বহুতল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে ২০১৪ সালের মতো বোমা সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না।
মিথ্যা মামলা দিয়ে কাউকে অপরাধী করা হলে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, মাদক বা মিথ্যা মামলা দিয়ে কাউকে অপরাধী সাজানোর প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সিআইএমএস ডাটাবেজ অনেক কাজে আসছে উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ডিএমপির সদস্যরা ঢাকা মহানগরীর নাগরিকদের তথ্য ডাটাবেজে সংরক্ষণ করছে। কোনো রকম সরকারি অর্থ ছাড়াই আমরা নিজেদের প্রচেষ্টায় ১৯ লাখ পরিবারের ৮০ লাখ সদস্যের তথ্য সিআইএমএস ডাটাবেজে সংরক্ষণ করেছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে এই ডাটাবেজ অনেক কাজে আসছে। এর ফলে আমাদের অপরাধ ডিটেকশনের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
তিনি আরোও বলেন, নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত ২ বছরে আমরা প্রায় দেড় লাখ উঠান বৈঠক করেছি। দেশের ও সমাজের উন্নয়নে আপনাদের আমরা সবসময় পাশে পেতে চাই।
এমএইচ/এসি