ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

আগামী বাজেটে ৮ লক্ষ ৮ হাজার ১৪২ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব বাংলাদেশ অর্থনীতি সমিতির

প্রকাশিত : ০৫:২২ পিএম, ১ জুন ২০১৬ বুধবার | আপডেট: ০৫:২২ পিএম, ১ জুন ২০১৬ বুধবার

আগামী বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য তিন গুণ বাড়িয়ে ৮ লক্ষ ৮ হাজার ১৪২ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির চট্টগ্রাম চ্যাপ্টারের পক্ষ থেকে এই সুপারিশ তুলে ধরেন সাধারণ সম্পাদক এ কে এম ইসমাইল। বাজেটে প্রবৃদ্ধির সাথে বণ্টন ন্যায্যতা নিশ্চিতকরণ, দ্রুততার ভিত্তিতে বৈষম্য হ্রাসকরণ ও নারীর ক্ষমতায়নের উপর জোর দেয়া হয়। দেশে  কর্মরত বিদেশি ও পর্যটকদের উপর কর, সম্পদ কর, বিমান পরিবহন ভ্রমণ কর ও বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের উপর নতুন করে করারোপের পরামর্শ দেয়া হয় বাজেটে। এছাড়া বিদেশি ঋণ সহায়তার উপর নির্ভরতার পরিবর্তে সরকারকে নিজস্ব আয় বাড়ানোর দিকে মনোযোগ দেয়ারও পরামর্শ দেয়া হয় এ বাজেটে।