ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

সেইপ প্রকল্প

বিনামূল্যে প্রশিক্ষণ পাবে ১০ হাজার তরুণ

মাহমুদুল হাসান

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ০৪:০৭ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার

অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের আওতায় বিনামূল্যে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বাইওয়া) ট্রেনিং ফ্যাসিলিটি। প্রতিষ্ঠানটি ৬ টি বিষয়ে প্রশিক্ষণ দেবে। ১০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সফলদের দেওয়া হবে সনদ। বিনামূল্যের এই প্রশিক্ষণের সঙ্গে থাকছে প্রত্যেকের জন্য ভাতার ব্যবস্থা। এই প্রশিক্ষণ শেষে অনেকেই চাকরিও হয়ে যায়।   

ইতোমধ্যে এ প্রশিক্ষণ প্রকল্পের প্রথম ধাপ শেষ হয়েছে। প্রথম ধাপে মোট আট হাজার ৫৪১ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের প্রশিক্ষণের প্রক্রিয়া। ডিসেম্বর ২০২০ সালের মধ্যে দেশে ১০ হাজার ৬৬০ জনকে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাইওয়া ট্রেনিং ফ্যাসিলিটি।

প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে বাইওয়া-সেইপ প্রকল্পের চীফ কো-অর্ডিনেটর মোহাম্মদ জাহিদ হোসাইন একুশে টিভি অনলাইনকে বলেন, হাতে কলমে কাজের ওপর গুরুত্ব দিয়ে বর্তমান সরকার বিনামূল্যে তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এর মধ্যে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার মধ্যে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম(সেইপ) প্রকল্প অন্যতম। এ প্রকল্পের প্রথম ধাপ শেষ হওয়ার পর আমরা আবার দ্বিতীয় ধাপের কাজ শুরু করেছি।

যে ৬ টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে

১) মেশিন শপ প্র্যাকটিস

২) ওয়েল্ডিং

৩) ক্যাড-ক্যাম ডিজাইন এন্ড প্রোগ্রামিং

৪) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং

৫) ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স

৬) সিএনসি মেশিন অপারেশন

প্রশিক্ষণগুলোর মেয়াদ

মেশিন শপ প্র্যাকটিস-০৪ মাস, ওয়েল্ডিং-০৪ মাস, ক্যাড-ক্যাম ডিজাইন এন্ড প্রোগ্রামিং-০৬ মাস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-০৪ মাস, ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স-০৪ মাস, সিএনসি মেশিন অপারেশন-০৪ মাস। প্রতি ব্যাচে সুযোগ পাবে ২৫ জন। এ ছাড়া রয়েছে এক মাসের মাস্টার ক্রাফটম্যানশিপ কোর্স।

 বিষয়ভেদে যোগ্যতা

মেশিন শপ প্র্যাকটিস, ওয়েল্ডিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স বিষয়গুলোতে ৫ম শ্রেণি পাস হলেই প্রশিক্ষণ নেওয়া যাবে। অন্যদিকে ক্যাড-ক্যাম ডিজাইন এন্ড প্রোগ্রামিং ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং অথবা এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে। অপরদিকে সিএনসি মেশিন অপারেশন বিষয়ে আবেদন করতে হলে এস এস সি পাশ থাকতে হবে।

কোন কোর্স কখন শুরু হবে

* মেশিন শপ প্র্যাকটিস কোর্সটি ১৫ এপ্রিল, ২০১৮ শুরু হয়েছে।

* ওয়েল্ডিং কোর্সটি চালু হবে ১ জুলাই, ২০১৮ তারিখ।

*ক্যাড-ক্যাম ডিজাইন এন্ড প্রোগ্রামিং কোর্সটি চালু হবে ৩০ এপ্রিল, ২০১৮ তারিখ।

*রিফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং কোর্সটি চালু হবে ৩০ এপ্রিল, ২০১৮ তারিখ।

* ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স কোর্সটি চালু হবে ৩০ এপ্রিল, ২০১৮ তারিখ।

* সিএনসি মেশিন অপারেশন কোর্সটি চালু হবে ১ জুন,২০১৮ তারিখ।

কোর্সের মেয়াদ শেষ হওয়ার পরপরই অপর সেশন চালু করার জন্য ভর্তি নেওয়া হয়। আগ্রহীরা ভর্তির আবেদন আগে থেকেই জমা দিতে পারেন।

ক্লাস নেওয়ার ধরণ

প্রতি ব্যাচে সুযোগ পাবে ২৫ জন। প্রতিটি বিষয়েই প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল ক্লাস নেওয়া হবে। ক্লাস নেওয়া হয় রবি থেকে বৃহস্পতিবার। সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। দুই শিফটে ক্লাসের সুযোগ রয়েছে। সকালের শিফট শুরু হয় সকাল ৯টায় এবং শেষ হয় দুপুর ১টায়। দুপুরের শিফট শুরু হয় ১টায় এবং শেষ হয় বিকেল ৫টায়।

যাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে

প্রতিটি বিষয়ে সমাজের সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া অগ্রাধিকার পাবে মহিলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীরা। মাস্টার ক্রাফটসম্যানশিপ বিষয়ে তিন বছরে প্রশিক্ষণ পাবে পাঁচ হাজার ৩৩০ জন। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প-কারখানায় যেকোনো বিষয়ে টেকনিশিয়ান বা কারিগর হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই অংশ নেওয়া যাবে এ কোর্সে।

ভর্তির নিয়ম-কানুন

আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন ফরম পাবেন প্রতিষ্ঠানটির ওয়েবের www.bletibd.org  এই ঠিকানায়। এছাড়াও বিনা মূল্যে ভর্তি ফরম পাওয়া যাবে বাইওয়া ট্রেনিং ফ্যাসিলিটি, প্যারাডাইস ভবন, ২ ফোল্ডার স্ট্রিট, ওয়ারী, ঢাকা এই ঠিকানায়। ফরমের যাবতীয় তথ্য হাতে লিখে বা কম্পিউটারে কম্পোজ করে প্রিন্ট দিয়ে সরাসরি বা কুরিয়ারে পাঠানো যাবে। অনলাইনে প্রতিষ্ঠানটির  admission.bleti.seip@gmail.com  এই মেইলের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে পাঠাতে পারবেন।

এছাড়াও প্রশিক্ষণের বিজ্ঞপ্তিটি সরাসরি  পেতে প্রতিষ্ঠানের এই লিংকটি দেখুন-

http://seip-fd.gov.bd/wp-content/uploads/2018/04/Bangladesh-Pratidin-06-04-2018.jpg

যেভাবে প্রার্থীদের বাছাই করা হবে

কোর্স শুরুর আগে যোগ্যদের ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য। মৌখিক পরীক্ষায় দেখা হবে প্রশিক্ষণের বিষয়ে আগ্রহ, যোগ্যতা, ভবিষ্যতে এ কাজে নিজে স্বাবলম্বী হবে কি না বা চাকরিতে কতটুকু আগ্রহ আছে, এসব বিষয়গুলো।

ভর্তিরা সময় যা সাথে আনতে হবে

 ভর্তির সময় সঙ্গে নিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

ভাতার সুযোগ

প্রশিক্ষণ শেষে রয়েছে ভাতারও ব্যবস্থা। ভাতা পাওয়া যাবে দৈনিক উপস্থিতির ভিত্তিতে। এতে দেওয়া হবে যাতায়াত ও টিফিন বাবদ ভাতা। ক্লাসে উপস্থিত থাকলে ১০০ টাকা যাতায়াত বাবদ এবং টিফিন বাবদ দেওয়া হবে ৫০ টাকা। ভাতার এ টাকা কোর্স শেষে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হবে। সে জন্য প্রশিক্ষণার্থীকে খুলতে হবে মোবাইল ব্যাংক হিসাব।

চাকরির সুযোগ

কোর্স শেষে প্রশিক্ষণার্থীরা চাকরিও পেয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে বাইওয়া ট্রেনিং ফ্যাসিলিটির জব প্লেসমেন্ট অ্যান্ড ডাটা বেইস সমন্বয়কারী  মো. মহসীন আলী জানান, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সারা দেশের প্রায় তিন হাজার প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া দক্ষ বেকারদের চাকরির সুযোগ রয়েছে। প্রথম ধাপে এখন পর্যন্ত মোট ছয় হাজার ৭৫১ জনকে খাতওয়ারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও প্রশিক্ষণ গ্রহণকারীদের জন্য ওই প্রতিষ্ঠানগুলোতে চাকরির ব্যবস্থা করবো।

যেভাবে যোগাযোগ করবেন

বাইওয়া ট্রেনিং ফ্যাসিলিটির ওয়েবসাইট www.bletibd.org  এবং বাইওয়া ট্রেনিং ফ্যাসিলিটি, প্যারাডাইস ভবন, ২ ফোল্ডার স্ট্রিট, ওয়ারী, ঢাকা এই ঠিকানায় ভর্তি ও প্রশিক্ষণসংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়াও ০১৯৯৮০১৬৭৪৪, ০১৯৯৮০১৬৭৪১ এবং ০১৯৯৮০১৬৭৪২ এই মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন। অন্যদিকে ০২-৯৫৩২৩৭২ তেও বিভিন্ন তথ্য জানা যাবে।

 এমএইচ/ এআর