ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

মুন্সীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ০৯:২৩ পিএম, ১ জুন ২০১৬ বুধবার | আপডেট: ০৯:২৩ পিএম, ১ জুন ২০১৬ বুধবার

মুন্সীগঞ্জের কমলাঘাট থেকে বক্তাবলী হয়ে ধর্মগঞ্জ পর্যন্ত ধলেশ্বরী নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটি’র উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা জানান, ইটভাটা মালিকদের স্থাপনা সরিয়ে নিতে নোটিশ করা হয়েছিল। তারা নোটিশ অমান্য করায় ৩০মে থেকে উচ্ছেদ কর্যক্রম শুরু করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় মালিক পক্ষের কাউকে পাওয়া যানি। তাদের বিরুদ্ধে ক্ষতির পরিমাণ হিসেব করে খুব শীগ্রই মামলা করা হবে। তিনি বলেন, বিআইডব্লিউটি’র অনুমতি ছাড়াই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেয়া ও জেলা প্রশাসনের সীমানা পিলার না দেয়ায় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।