তারেক পাসপোর্ট জমা দিলে সেটা দেখান : রিজভী
প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশি হাইকমিশনে জমা দেওয়াবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্য অবান্তর বলে মন্তব্য করেছে বিএনপি। এ বিষয়ে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান পাসপোর্ট জমা দিয়ে থাকলে সেটা দেখান। হাইকমিশন তো সরকারের অধীনে, তাদের সেটা দেখাতে বলুন। সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
লন্ডনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন রিজভী বলেন, জিয়া পরিবারের কেউ বিদেশিদের বিয়ে করেননি। তারা পৃথিবীর কোনো দেশের নাগরিকত্বও গ্রহণ করেননি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এ নেতা।
রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে প্রধানমন্ত্রীর আস্থাভাজন হওয়া ও মন্ত্রীত্ব টিকিয়ে রাখার চেষ্টা আত্মা বিক্রির সমান বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, লন্ডনে বাংলাদেশি হাইকমিশনে নিজের পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন তারেক রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন কিভাবে?
এসএইচ/