ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

সেনাবাহিনী ছাড়া অবাধ নির্বাচন সম্ভব নয়: সুজন   

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার

জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ভাবে করতে হলে সেনাবাহিনী মোতায়েন করতে হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা তাদের মতে, সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় সোমবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত আসন্নসিটি করপোরেশন নির্বাচন: নাগরিক ভাবনাশীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব মন্তব্য করেন

অনুষ্ঠানে সাবেক নির্বাচন কমিশনার (ইসি) এম সাখাওয়াত হোসেন বলেন, সিটি নির্বাচন সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু হবে কি না আমার জানা নেই। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেনবাহিনী ছাড়া সুষ্ঠু হবে না। তিনি বলেন, নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে সরকার ও বিএনপি মুখোমুখি অবস্থান নেয়। যখনই তারা বিরোধী দলে থাকে তখনই সেনাবাহিনী চায়। অথচ ২০০৩ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করতে চেয়েছিলেন। ওই সময় বিএনপি এটা হতে দেয়নি।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, সেনাবাহিনী মোতায়েন ছাড়া বর্তমান পরিপ্রেক্ষিতে অবাধ নির্বাচন করা সম্ভব নয়। তাই ইসিকে সজাগ ও সতর্ক হতে হবে। কারণ ইসি এখনও ঘুমিয়ে আছে।

হাফিজউদ্দিন খান বলেন, নির্বাচন সুষ্ঠু করা কমিশনের দায়িত্ব। নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা দরকার কমিশন তাই করবে এটা আমরা আশা করি।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন বাসদের খালিকুজ্জামান, সুজনের জ্যোতির্ময় বড়ুয়া, বিএনপির রুমিন ফারহানা, বিধান চন্দ্র পাল। আলোচনা শেষে ‘নগরায়ণ ও নগর সরকার’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন হয়। বইটির লেখক স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সহলেখক বিধান চন্দ্র পাল।।

আর/এসি