ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রিজার্ভ চুরির ঘটনা এবার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস কমিটি

প্রকাশিত : ০৯:০৮ এএম, ২ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০৮ এএম, ২ জুন ২০১৬ বৃহস্পতিবার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা এবার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস কমিটি। এই বিষয়ে সকল তথ্য চেয়ে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট উইলিয়াম ডুডলিকে একটি চিঠি পাঠান প্রতিনিধি পরিষদের সায়েন্স কমিটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর ফেডারেল রিজার্ভের পদক্ষেপ, সুইফটের অবস্থানসহ বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়েছে চিঠিতে। এসব তথ্য ১৪ জুনের মধ্যে দিতে বলেছে কংগ্রেস কমিটি। গেলো মাসে একই ধরনের তথ্য চেয়ে সিনেটের  হোমল্যান্ড সিকিউরিটি কমিটির প্রধানও ফেডারেল রিজার্ভকে চিঠি দিয়েছিল।