ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

অপহরণের সাত দিন পরও উদ্ধার হয়নি নাটোরের দুই স্কুল ছাত্র

প্রকাশিত : ০৯:১৯ এএম, ২ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৯ এএম, ২ জুন ২০১৬ বৃহস্পতিবার

অপহরণের সাত দিন পরও উদ্ধার হয়নি নাটোরের লালপুরের দুই স্কুল ছাত্র। বরং পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরনকারী চক্রের সদস্যরা। আর সন্তানদের  খোঁজ না পেয়ে শিশু দুটির পরিবারে চলছে আহাজারি। সন্তানদের শোকে বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন অসহায় দুই মা। দুই মায়ের আহজারিতে ভারী হয়ে আছে আব্দুলপুর পশ্চিম পাড়া গ্রামের পরিবেশ। গেলো ২৫মে বিকেলে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায় রাব্বি ও তার ফুফাতো ভাই রাহেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, পেরিয়ে যায় রাত, কিন্তু তারা বাড়ি ফেরেনি। এর চারদিন পর রাব্বির বাবার কাছে মুক্তিপণ হিসাবে ১০ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হলেও পুলিশ এখনো তাদের উদ্ধার করতে পারেনি। এদিকে সাতদিনেও অপহৃত শিশুরা উদ্ধার না হওয়ায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর। তবে শিশুদের উদ্ধারে কাজ করা হচ্ছে বলে জানালেন জেলা পুলিশ সুপার।