জন্মদিনে লাইভে শচিন
প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
আপনি কি শচিনভক্ত? তাহলে আপনার জন্য একটা সুখবর আছে। এবার জন্মদিনে ভক্তদের মুখোমুখি হতে চলেছেন লিটল মাস্টার।
আজ মঙ্গলবার ৪৫-এ পা দেবেন ভারতীয় ক্রিকেটের `ড্যামি গড`। ক্রিকেট ছাড়লেও তার জনপ্রিয়তায় কমতি নেই। শচিনকে ঘিরেও ভক্তদের কৌতুহলের শেষ নেই। আজ বিকেলে সরাসরি চ্যাটে আসছেন মাস্টার ব্লাস্টার।
সোমবার জন্মদিনের কথা উল্লেখ করে শচিন টুইট করে লিখেছেন, ‘জন্মদিনের আগে সবার জন্য একটা সারপ্রাইজ। আমার অ্যাপ 100MB’র মাধ্যমে আমি আপনাদের সবার সঙ্গে লাইভ চ্যাটে কথা বলব।’
সূত্র: জিনিউজ
আর / এআর