ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

কবি বেলাল চৌধুরী আর নেই

প্রকাশিত : ০১:০২ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:৩৪ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

কবি ও সাংবাদিক বেলাল চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
বেলাল চৌধুরীর ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইফ সাপোর্ট খোলার আগেই তিনি মারা যান। লাইফ সাপোর্টে রেখে চিকিৎসকরা সব চেষ্টাই করেছেন, তবে তাঁকে বাঁচানো যায়নি।
গত বছর আগস্টে কিডনিজনিত সমস্যার কারণে ষাটের দশকের স্বনামধন্য কবি বেলাল চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসায় তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। এ ছাড়া দেখা দিয়েছে তাঁর বার্ধক্যজনিত নানা রোগ। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
বেলাল চৌধুরী একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক ও অনুবাদক। দীর্ঘদিন বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত-বিচিত্রা’র সম্পাদক ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি একুশে পদক পান।


/এআর /