ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

যুদ্ধাপরাধ মামলায় এনএসআই’র সাবেক ডিজি গ্রেফতার

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

একাত্তরে মানবতাবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন এনএসআই’র সাবেক ডিজি মো. ওয়াহিদুল হক। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
যুদ্ধাপরাধীদের অপরাধের লক্ষে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
ওয়াহিদুল হক ২০০৫ সালে পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক হিসেবে অবসরে যান।  
এসব তথ্য নিশ্চিত করে মানবতাবিরোধী অপরাধ মামলার রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ব্যারিষ্টার তুরিন আফরোজ বলেন, মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে নিরীহ বাঙালিদের উপর নানা ধরণের অত্যাচার ও নির্যাতনের অভিযোগ রয়েছে ওয়াহিদুল হকের বিরুদ্ধে। ২০১৬ সালে ট্রাইব্যুনালে তদন্ত শুরু হয়। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে আজ তাকে গ্রেফতার করা হলো।
ওয়াহিদুল হকের ২৮ মার্চ ১৯৭১ সালে রংপুর ক্যান্টনমেন্টে ৫/৬ মানুষকে মেশিনগানে হত্যার অভিযোগ রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের আবেদনের পরিপ্রেক্ষিতেই মো. ওয়াহিদুল হককে গ্রেফতার করা হলো।

/আআ/ এআর