ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

এলএনজি বিদ্যুৎ প্রকল্প

বাংলাদেশে সহযোগিতায় যুক্তরাষ্ট্র-জাপান ঐকমত্য

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও জাপান একাধিক বাণিজ্যিক প্রকল্প চিহ্নিত করেছে। এর মধ্যে বাংলাদেশের একটি প্রকল্পও রয়েছে। এই প্রকল্পে সরকারি সহযোগিতার জন্য একমত হয়েছে ওয়াশিংটন ও টোকিও।

বাংলাদেশের এলএনজি বিদ্যুৎ প্রকল্পটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও জাপানের বাণিজ্যিক সহযোগিতা ও বাজার উন্নয়ন উদ্যোগে গৃহীত ১০টি প্রকল্পের একটি।

তৃতীয় দেশের অবকাঠামো বিষয়ে যুক্তরাষ্ট্র-জাপান সহযোগিতা নিয়ে দ্বিতীয় সরকারি-বেসরকারি খাতের রাউন্ড টেবিল আলোচনায় এই সহযোগিতার বিস্তারিত ঘোষণা করা হয়।

রাউন্ড টেবিল আলোচনায় যুক্তরাষ্ট্র ও জাপান সরকারের বিভিন্ন সংস্থা ও কোম্পানি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বৃদ্ধি ও অন্য দেশকে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করে। এর মধ্য দিয়ে এসব দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনের সমাধান দিতে চায় উভয় দেশ।

আলোচনায় দেড় শতাধিক সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। তারা বাণিজ্যিক সহযোগিতা, যৌথ বিনিয়োগ ও ঝুঁকি প্রশমন, পলিসি অ্যাডভোকেসি ও সক্ষমতার বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করেন। অংশগ্রহণকারীরা বিদ্যুৎ, পরিবহন, পানি, পয়ঃনিষ্কাশন ও টেলিযোগাযোগ খাতে আরও কার্যকরভাবে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, রাউন্ড টেবিল বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চলমান সহযোগিতা কর্মকাণ্ডের তালিকা নিশ্চিত করা হয়েছে। উভয় দেশ এই অঞ্চলে লিকুফাইড ন্যাচারেল গ্যাস (এলএনজি)-নির্ভর অবকাঠামো উন্নয়নে সরকারি সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে। চিহ্নিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে এলএনজি ও গ্যাস নির্ভর বিদ্যুৎকেন্দ্র এবং সাবমেরিন ক্যাবল প্রকল্প।

এসএইচ/