ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ফাস্ট ট্র্যাক প্রকল্প চিহ্নিত করে আলাদা বাজেট প্রনয়ণ

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৩ পিএম, ২ জুন ২০১৬ বৃহস্পতিবার

এবারের বাজেটে ১০টি বড় অবকাঠোমো প্রকল্পকে ফাস্ট ট্র্যাক প্রকল্প চিহ্নিত করে  আলাদা বাজেট প্রনয়ণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে পদ্মাসেতু ও মেট্রোরেলসহ তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তিনটি রেলপথ, দুটি গভীর সমূদ্রবন্দর ও একটি এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প।  প্রকল্পগুলোর মোট বাস্তবায়ন ব্যয় পৌনে ৩ লাখ কোটি টাকা হলেও এবার বাজেটে বরাদ্দ করা হয়েছে ১৮ হাজার ৬ শ ৮৪ কোটি টাকা। এবারের বাজেটে ১০ টি বড় প্রকল্পের জন্য আলাদা বাজেট প্রস্তাবনা দিলেন অর্থমন্ত্রী। ‘কাঠামো রুপান্তরে বৃহৎ প্রকল্প: প্রবৃদ্ধি সঞ্চারে নতুন মাত্রা’ শিরোনামে আলাদা এই বাজেট বাস্তবায়ন হলে নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে দুই দফায় ব্যয় বৃদ্ধির পর, মোট ব্যয় দাড়িয়েছে  ২৮ হাজার ৭শ ৯৩ কোটি টাকা। এবারের, বাজেটে পদ্মা সেতুর জন্য  বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার ২৬ কোটি টাকা। সেতুটি বাস্তবায়নে অগ্রগতি ৩০ শতাংশের ওপরে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, ২০১৮ সালেই শেষ হবে এর নির্মাণ কাজ। ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে নতুন যুক্ত হওয়া ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে ৪ হাজার ১ শ ২ কোটি টাকা। আরেকটি নতুন প্রকল্প ‘কক্সবাজার- দোহাজারী-গুনদুম রেলপথ’ প্রকল্পে বরাদ্দ ৬ শ ১৩ কোটি টাকা। দুটি প্রকল্পই শেষ হবে  ২০২২ সালের মধ্যে। আর, রাজধানীর যানজট সমস্যা দূর করতে মেগা প্রকল্প মেট্রোরেল নির্মানের জন্য এই বিশেষ বাজেটে বরাদ্দ ২ হাজার ২ শ ২৭ কোটি টাকা। প্রথম ধাপে, উত্তরা ৩য় পর্যায় থেকে মিরপুর হয়ে আগারগাঁও পর্যন্ত  ২০১৯ সালে  এবং মতিঝিল পর্যন্ত ২০২০ সালে বাস্তবায়ন হবে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দিকে সরকার অনেক বেশী মনোযোগী, যার প্রতিফলন এবারের বাজাটেও রয়েছে। পাবনার ইশ্বরদীতে, দেশের প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানে বাজাটে বরাদ্দ রাখা হয়েছে ৬ শ ১৮ কোটি টাকা। আর, কক্সবাজারের মহেশখালীতে, ‘মাতারবাড়ী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প’ পাচ্ছে ২ হাজার ৪শ কোটি টাকা। অন্যদিকে, বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাখা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি টাকা। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে বরাদ্দ ২ শ কোটি টাকা। এছাড়াও, গ্যাস সংকট দূর করতে তরলীকৃত  প্র্ধাসঢ়;কৃতিক গ্যাস বা এলএনজি আমদানীর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্পে ৩ হাজার ৮৪৭ কোটি টাকা ব্যায় হতে পারে বলে জানান অর্থমন্ত্রী।