দুর্ভাগ্যজনক আউটের শিকার সাকিব
প্রকাশিত : ১০:৫৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৩২ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
দলের দুঃসময়ে ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব আল হাসান। তখন ৪৪ রানেই সানরাইজার্স হায়দরাবাদের ৩ উইকেট চলে যায়। এর পরে দারুণ চাপে পরে সাকিবের দল। সাকিব মাঠে নামার পরে তার কাছে বাড়তি প্রত্যাশাটাও ছিল। কিন্তু সে আশা গুঁড়েবালি! চালকের আসনে যেতে পারলেন আর কই?
অবশ্য এতে সাকিবের দোষ নেই। স্ট্রাইকিং এন্ডে থাকা উইলিয়ামসন কলটা দিয়েছিলেন, পরে আবার `না` করে দেন। এতে সাকিব কল পেয়ে মাঝ পিচে পর্যন্ত গিয়ে ফিরে আসতে চাইলেও পারেননি। মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবের সরাসরি থ্রোতে ২ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় সাকিবকে। দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হলেন তিনি।
এর আগে ১২ আর ২৭ রানের দুটি ইনিংসের পর শেষ দুই ম্যাচে সমান ২৪ রান করে করেন এই অলরাউন্ডার। এর মধ্যে একটিতে ছিলেন অপরাজিত।
কেআই/এসি