এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে যোগাযোগ খাত
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৬ পিএম, ২ জুন ২০১৬ বৃহস্পতিবার
প্রতিবারের মতো এবারও বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে যোগাযোগ খাতই সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে। পাশাপাশি বাস্তবায়নের দক্ষতা বাড়াতে থাকছে আলাদা বরাদ্দ। এর বাইরে পিপিপির মাধ্যমে উন্নয়ন তরান্বিত করতে যুক্ত হয়েছে নতুন প্রকল্প ও বরাদ্দ।
সরকারের উন্নয়ন বাজেটই হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি। এবারের ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার এডিপির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যোগাযোগ ও অবকাঠামো খাত। এখানে সব মিলিয়ে বরাদ্দ ২৮ হাজার ৫৫৪ কোটি টাকা। এরপর স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ ১৮ হাজার ৫৪৮ কোটি টাকা। বিদ্যুৎ খাতে ১৪ হাজার ৯৫১ কোটি টাকা।
এছাড়া, প্রথমিক ও গণশিক্ষায় ৭ হাজার ৭১০ কোটি, স্বাস্থ্য খাতে ৬ হাজার ২৩৫ কোটি, শিক্ষায় ৬ হাজার ১৬৭ কোটি, পানি সম্পদে ৩ হাজার ৭৫৯ কোটি এবং কৃষি খাতে ১ হাজার ৮৪১ কোটি টাকা বরাদ্দ থাকছে।
এডিপির বাস্তবায়ন সব সময়ই চ্যালেঞ্জের। এজন্য প্রকল্প অনুমোদনের আগেই প্রস্তুতির কাজ শেষ করতে থাকছে আলাদা ১০০ কোটি টাকা বরাদ্দ।
পিপিপিতে ৬টি প্রকল্প বাস্তবায়নাধীন থাকার পাশাপাশি নতুন করে ৫ টি প্রকল্পের চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। ভর্তুকিসহ পিপিপিতে এবার বাজেটে বরাদ্দ থাকছে ৭ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২ দশমিক ২ শতাংশ। একই সঙ্গে রাজধানীর পূর্বাচলে পিপিপির আওতায় ২০১৮ সালের মধ্যে একটি আন্তর্জাতিক কনভেশন সেন্টার ও ১৪২ তলা উচ্চতার স্বপ্নের আইকনিক টাওয়ার নির্মাণের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।
ঢাকা শহরের যানজট নিরসনে এবারের বাজেটেও আলাদা উন্নয়ন প্রকল্প রেখেছেন অর্থমন্ত্রী।