যে গ্রহে ভেসে বেড়ায় বাতকর্মের দুর্গন্ধ!
প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৫ এপ্রিল ২০১৮ বুধবার
বদ্ধ ঘরে বা ভিড় পাতাল রেলে এমন বিস্ফোরণ হলে মৃত্যু হয় না। কিন্তু এমন বিস্ফোরণের ঠেলায় নাকেমুখে ইট-বালি-সিমেন্ট চাপা দেওয়ার মতো অবস্থা হয়। বুঝতেই পারছেন, মানবদেহ থেকে তৈরি প্রাকৃতিক বিস্ফোরণ বাতকর্মের কথা বলা হচ্ছে।
এক লহমায় যে গন্ধ প্রাণ ওষ্ঠাগত করে তোলে, গোটা একটা গ্রহে সর্বক্ষণ এই দুর্গন্ধ বেরোয়।
বিবিসি-র একটি প্রতিবেদন থেকে জানা যায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, ইউরেনাস গ্রহটির গন্ধ পচা ডিমের মতো বা বাতকর্মের মতো।
কিন্তু কেনও এই দুর্গন্ধ ইউরেনাসে? বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহটির চারপাশ ঘিরে রয়েছে একটি গ্যাসীয় স্তর। এই স্তরের মধ্যে রয়েছে সালফাইড ও অ্যামোনিয়া। প্রথমে এই তথ্য প্রকাশিত হয় আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘নেচার অ্যাসট্রোনমি’-তে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই নতুন আবিষ্কারের ফলে সৌরজগতের উদ্ভব ও বিবর্তন সম্পর্কে বিশদ তথ্য পাওয়া যেতে পারে।
সূত্র: এবেলা
একে// এআর