ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মিথ্যা বললেই ধরে ফেলবে স্মার্টফোন!

প্রকাশিত : ১১:০৩ এএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

কথা বলার আগে সাবধান হোন ৷ কারণ হাতের স্মার্টফোনই বলে দেবে আপনি সত্যি বলছেন না মিথ্যা৷ মোবাইলের প্লে স্টোরে সার্চ করলে এমন অনেক লাই ডিটেক্টর অ্যাপের সন্ধান পাওয়া যায়৷ সেগুলি সবই নিছক মজা করার জন্য৷ কিন্তু সত্যি সত্যি যদি এমন কোনও অ্যাপ আসে? সেদিন হয়তো খুব বেশি দুরে নেই৷ কোপেনহাগ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এমনই এক অ্যাপ তৈরিতে এখন মশগুল৷ যে অ্যাপ ফোনে ডাউনলোড করার পর জানা যাবে আপনি সত্যি কথা বলছেন না মিথ্যা৷

কথা বলার সময় অনেকেই মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি বা নাড়াচাড়া করেন৷ তার উপর ভিত্তি করে লাই ডিটেক্টর অ্যাপটি তৈরি করছেন বিজ্ঞানীরা৷ পরীক্ষা করে কোপেনহাগের বিজ্ঞানীরা দেখেছেন যারা মিথ্যা কথা বলেন তারা ঘন ঘন হাত নাড়ায় বা দেরিতে প্রতিক্রিয়া দেন৷ অন্যদিকে যারা সত্যি কথা বলছেন তাদের হাত নাড়াচাড়া একদম স্বাভাবিক থাকে৷ এবং তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেন৷

এক বিজ্ঞানী জানিয়েছেন, অ্যাপটি নিয়ে মানুষের উপর পরীক্ষা করার সময় কয়েকজনকে ইচ্ছাকৃতভাবে সত্যি অথবা মিথ্যা কথা বলতে বলা হয়৷ এরপর তাদের সবুজ রঙ দেখানো হয়৷ রঙ দেখে কেউ ঠিক বলেছেন, কেউ ইচ্ছা করেই ভুল বলেছেন৷ দেখা গেছে, যারা ভুল বলেছেন তারা স্বাভাবিকের থেকে বেশি সময় নিয়েছেন মিথ্যা বলতে৷ আরও একটি পরীক্ষায় একজনকে টাকা দিয়ে দু’জনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়ার কথা বলা হয়৷ কিন্তু সে টাকা নিয়ে মিথ্যা কথা বলে এবং তাঁর প্রতিক্রিয়া আসে অনেক দেরিতে৷

বিজ্ঞানীরা এই অ্যাপকে যতটা সম্ভব মিথ্যা ধরার নির্ভরযোগ্য করে তোলার চেষ্টা করছেন৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, যখন কেউ সত্যি কথা বলবে তখন ফোনে সবুজ আলো জ্বলে উঠবে৷ মিথ্যা বললেই লাল বাতি জ্বলবে৷ এতেই বোঝা যাবে কে কোন কথায় মিথ্যা বলছেন৷ তবে এই অ্যাপ ব্যবহারের কিছু সীমাবদ্ধতা আছে৷ আইনি কাজে এই অ্যাপ ব্যবহার না করাই ভালো৷ এই অ্যাপটি এখনও গবেষণার স্তরে আছে এবং শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্য তৈরি করা হচ্ছে ৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে// এআর