ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

দুবাইতেই আইপিএলের পরবর্তী আসর

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

আসছে আইপিএলের রমরমা আসর সরে যেতে পারে দুবাই-য়ে। ভারতের জাতীয় নির্বাচন ও আইপিএল একই সময় হতে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা গেছে, ২০১৯ সালের ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত হবে আইপিএলের পরের আসর। তবে ওই সময় দেশটিতে ১৭তম লোকসভা নির্বাচন হতে যাচ্ছে। এমতাবস্থায় কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের সামনে দুটি পথ। এক নির্বাচন পরবর্তী আইপিএল আয়োজন করা। আর দুই হলো, সূচি ঠিক রেখে ভেন্যু পরিবর্তন করা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ইঙ্গিত সূচি নয় বরং ভেন্যু-ই পরিবর্তন করতে চায় তারা।

তাই প্রাথমিক পর্যায়ে ভেন্যু ধরা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। নাম না প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইর একজন উর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে বলেন, পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর আমরা একটা সিদ্ধান্ত নেব। কিন্তু যে কোনও ধরনের ঘটনার জন্য আমরা তৈরি আছি। যদি আইপিএল ভেন্যু সরিয়ে নেয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত।

আরব আমিরাতের তিন ভেন্যু শারজা, দুবাই ও আবুধাবি সাফল্যের সঙ্গে বিভিন্ন সময় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করেছে। ভারতের এই ব্যয়বহুল প্রতিযোগিতার সপ্তম আসরের একাংশও হয়েছিল এই দেশে। এর আগে সাধারণ নির্বাচনের কারণে দুইবার আইপিএল সরিয়ে নেয়া হয়েছিল ভারত থেকে। ২০০৯ সালে পুরো টুর্নামেন্ট হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। চার বছর আগে লিগের প্রথম ভাগ খেলা হয় আরব আমিরাতে।

সূত্র: এনডিটিভি
এমজে/