ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

বিশ্বকাপ নয়, ভিলিয়ার্সের চোখ পারফরমেন্সে

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

বিশ্বকাপে আনপ্রেডিক্টেবল দল দক্ষিণ আফ্রিকা। সারা বছরই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা যাদের অভ্যেস, কেবল বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে তারাই যেন খাপছাড়া হয়ে পড়ে। আর সে দুর্নাম ঘুচাতেই উনিশ বিশ্বকাপের দিকে চোখ দিয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু না, অবশেষে ভুল ভাঙলো তার। বিশ্বকাপ নয়,বরং পারফরমেন্সই একজন ক্রিকেটারের সাফল্য।

বেশ কয়েকদিন বিশ্বকাপের কথা বলে টেস্ট ক্রিকেট থেকে দূরে থেকেছেন আফ্রিকান এ শ্বেতাঙ্গ ক্রিকেটার। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি অনুষ্ঠিত টেস্ট সিরিজে দারুণ পারফরমেন্স করেছেন ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার ৩-১ ব্যবধানের সেই সিরিজ জয়ে চারটি ফিফটি ও একটি সেঞ্চুরি ছিল ওয়ানডে ক্রিকেটের দ্রততম সেঞ্চুরির মালিক এ ক্রিকেটার।

ডি ভিলিয়ার্স এখন তিন সংস্করণই চুটিয়ে উপভোগ করছেন। আইপিএলেও দারুণ পারফরমেন্স করছেন। তাই ডি ভিলিয়ার্সের ভাষায়, ‘বিশ্বকাপ জেতা আমার চূড়ান্ত লক্ষ্য নয়। ভাবনাটা পাল্টেছি। হ্যাঁ, জিতলে ভালো লাগবে। সেটা হবে বোনাস। কিন্তু জিততে না পারলে সেটা আমার ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করবে না’

সূত্র: ইকোনোমিক টাইমস
এমজে/