ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

রোয়ানুর পানিতে ভেসে গেছে হাজার হাজার মণ লবণ

প্রকাশিত : ০৯:২৮ এএম, ৩ জুন ২০১৬ শুক্রবার | আপডেট: ০৯:২৮ এএম, ৩ জুন ২০১৬ শুক্রবার

ঘূর্ণিঝড় রোয়ানুর পানিতে ভেসে গেছে মিলে মজুদ করা হাজার হাজার মণ লবণ। তার উপর বিরূপ আবহাওয়ার কারণে এবছর উৎপাদনেও ঘাটতি আছে প্রায় পাঁচ লাখ মেট্রিকটন। এতে দেশে লবণ সংকটের আশংকা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ভোক্তা পর্যায়ে দাম বেড়ে যাওয়ার কথাও বলছেন তারা। চট্টগ্রামে সম্প্রতি আঘাতহানা ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে স্বাভাবিক সময়ের চেয়ে তিন থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হয়। এতে প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে লবণের জমি নষ্ট হওয়ার পাশাপাশি চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরবর্তী মাঝিরঘাটে অবস্থিত অর্ধশত লবণ মিল প্লাবিত হয়েছে। এতে ভেসে যায় বিভিন্ন লবণের মিলে পরিশোধনের জন্য রাখা ২৮ হাজার মণ লবণ। লবণ ব্যবসায়ীদের হিসেবে, প্রতি বছর দেশে ২০ লাখ মেট্টিক টন পরিশোধিত লবণের চাহিদা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে এ বছর উৎপাদন হয়েছে মাত্র ১৫ লাখ মেট্রিক টন লবণ। উৎপাদনে ঘাটতি আছে ৫ লাখ টন। শুধুমাত্র এই ঘাটতির জন্যই লবণের দাম কেজি প্রতি চার টাকা বেড়ে ১০ টাকায় পৌঁছেছে। এ অবস্থায় দেশে লবণের ঘাটতি পূরণ ও ভোক্তা পর্যায়ে দাম স্থিতিশীল রাখতে আমদানীর সুযোগ দেয়ার দাবি লবণ শিল্পের সাথে জড়িততের। দুই সপ্তাহ আগে চট্টগ্রামে প্রতি মণ পরিশোধিত লবণ ৮৫০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে  বিক্রি হচ্ছে ৯৭০ থেকে ১ হাজার টাকায়। সামনে প্রতি মণ লবণের দাম আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।