ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

যেভাবে বুঝবেন তার জীবনে আপনার প্রয়োজন ফুরিয়েছে

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার

প্রেম শেষবেলায় পৌঁছলে সম্পর্কের বাঁধন অনেকটাই আলগা হয়ে আসে। প্রতি পদে বুঝিয়ে দেয় আপনার জীবনে তার প্রয়োজন ফুরিয়েছে। সম্পর্ক যে ভাঙছে তার ইঙ্গিতও মেলে। এই ৮টি লক্ষণ বুঝিয়ে দেয় আপনার সঙ্গে আর সম্পর্ক রাখতে আগ্রহী নয় আপনার প্রিয় মানুষটি।  

১. আপনার কোনও কিছুতেই তার আর যায় আসে না। এমনকী দু’জনের মধ্যে ঝগড়াও তাপ উত্তাপহীন হয়ে এসেছে।

২. আপনার সঙ্গে দেখা করায় তার অনীহা প্রকাশ পায়।

৩. আপনার সঙ্গে আর বাক্যালাপেও তার আগ্রহ নেই।

৪. মনের মানুষটির জন্য আপনি যা-ই করুন না কেন, খুশি তিনি হবেন না।

৫. কথা বলা বা দেখা করার তাগিদটাও একতরফা হয়ে পড়ে।

৬. সব ক্ষেত্রেই আপনার প্রতি তার বিরক্তি প্রকাশ পেতে থাকে।

৭. আপনার চেয়েও তুচ্ছ বিষয় তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

৮. ইচ্ছাকৃতভাবেই আপনার কাছ থেকে তিনি দূরে সরে যান।

সূত্র: এবেলা

একে//